মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা মামলার রায় আজ

২০০৮ সালের নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা মামলার রায় দেওয়া হবে আজ সোমবার। মুম্বাইয়ের আর্থার রোডের জেলখানায় স্থাপিত বিশেষ আদালতে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হবে। এরই মধ্যে আর্থার রোডের জেলখানা ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
মুম্বাই হামলার সঙ্গে সম্পৃক্ত একমাত্র জীবিত পাকিস্তানি জঙ্গি মোহাম্মদ আজমল আমির কাসাবকে (২২) আর্থার রোডের জেলখানায় অন্তরীণ রাখা হয়েছে। ‘ভারতের বিরুদ্ধে যুদ্ধ’ ও হত্যাকাণ্ডসহ কাসাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। রায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
পুলিশ সূত্র জানায়, জেলখানার আশপাশে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
জেলখানার পার্শ্ববর্তী রাস্তা একমুখী করে দেওয়া হয়েছে। ওই রাস্তা দিয়ে চলাচলকারী সব গাড়ির নিবন্ধন নম্বর লিখে রাখছে পুলিশ।
কাসাবকেও রাখা হয়েছে কড়া নিরাপত্তা-ব্যবস্থার মধ্যে। বিচার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই তাঁকে রাখা হয়েছে বুলেটপ্রুফ কারাকক্ষে।

No comments

Powered by Blogger.