সুপার কাপে এবারই বিদেশি দল

পেশাদার ফুটবল লিগের দর্শক-খরা কাটিয়ে মাঠে আবার দর্শক আনার সুযোগ আসছে বাফুফের সামনে। উপলক্ষ—কোটি টাকার সেই আলোচিত সুপার কাপ। গতবার প্রথম আসরেই সাড়া ফেলা টুর্নামেন্টটি আবার মাঠে নামছে। বিশ্বকাপ শেষ হওয়ার ৮-১০ দিনের মধ্যেই টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে।
সুপার কাপ কমিটি (গতবারের কমিটিই বহাল) পরশু দ্বিতীয় টুর্নামেন্টের খসড়া রূপরেখা তৈরি করেছে সভায় বসে।
আজ বাফুফে নির্বাহী কমিটির সভায় তা উপস্থাপিত হবে। কমিটির দেওয়া সবচেয়ে বড় প্রস্তাব হচ্ছে, এবারই প্রথম দেশের বাইরে উপমহাদেশের দুটি দল নিয়ে আসা। যদিও গত বছর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, প্রথম দুটি টুর্নামেন্টে শুধু স্থানীয় দলই খেলবে। ২০১১ সালে আনা হবে বিদেশি দল।
দ্বিতীয় টুর্নামেন্টই বিদেশি দল আনার পক্ষে সুপার কাপ কমিটির কো-চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি শওকত আলী খানের (জাহাঙ্গীর) যুক্তি, ‘যেহেতু এবার ৮টির পরিবর্তে ৬টি দল নেওয়া হচ্ছে, তাই বিদেশি দুটি দল আনলে ভালো হবে। তা ছাড়া এমন প্রস্তাব গতবারই উঠেছিল। বিদেশি দল আনা হলে টুর্নামেন্টের আকর্ষণ এবং প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।’
বাফুফে সভাপতি চাইলেই কেবল তা হতে পারে। তিনি কি চান? ‘আগে প্রস্তাব দেখি, তার পর বলব। কাল (আজ) ফেডারেশনের নির্বাহী কমিটির সভা আছে, সেখানে আলোচনা হতে পারে’—গতকাল বলেছেন সালাউদ্দিন।
বিদেশি দল এলে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে স্থানীয় দল এবং এতে টুর্নামেন্টের আকর্ষণও বাড়বে। তবে যেনতেন বিদেশি দল হলে হবে না। ভালো দল আনা যাবে কি না, সেটাই প্রশ্ন। জানা গেছে, ভারতীয় দল আনার চিন্তাই বেশি, তবে ওই দেশের দল পাওয়া এখন কঠিন তাদের ঘরোয়া সূচির জন্য। মালদ্বীপের দল হয়তো পাওয়া যেতে পারে।
তবে নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার দল টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে পারবে না বলে মনে করেন সুপার কমিটির কর্মকর্তারা। তা ছাড়া বিদেশি দল যদি চ্যাম্পিয়ন হয়ে দেড় লাখ ডলার নিয়ে যায় দেশের লাভটা কী হবে?
ওদিকে ৬ দলের টুর্নামেন্ট হবে ছোট টুর্নামেন্ট। লিগভিত্তিক খেলা হবে এবং সেরা চার দল নিয়ে সেমিফাইনাল। সে ক্ষেত্রে গতবারের মতো প্লেট গ্রুপ থাকবে না। গতবারের মতো এবারও দল নেওয়া হবে পেশাদার লিগ থেকে। প্রথমবার সুযোগ পেয়েছিল ৮ দল। এবার ছয় দল রাখায় ছোট দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। কারণ ওই দলগুলোর একমাত্র লক্ষ্য সুপার কাপে খেলা।
অন্যান্য প্রস্তাব: গতবারের মতো এবারও ৫ বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে আর খেলতে পারবে ৩ জন। রানার্সআপ দলের অর্থ পুরস্কার ৫ লাখ বাড়িয়ে ২৫ লাখ টাকা।

No comments

Powered by Blogger.