নিলামে বিক্রি হওয়া থেকে রবীন্দ্রনাথের ছবি বাঁচাতে বুদ্ধদেবের আহ্বান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিলামে বিক্রি হওয়া থেকে বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের প্রধানমন্ত্রীমনমোহন সিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে তিনি এ আহ্বান জানান।
কবিগুরুর বেশ কয়েকটি দুষ্প্রাপ্য ছবি নিলামে তোলা হচ্ছে জানতে পেরে ভারতের রবীন্দ্রানুরাগীরা বিচলিত হয়ে পড়েছেন। কবিগুরু একসময় ছবিগুলো তাঁর সুহূদ লিওনার্দো এলমহার্স্বকে উপহার হিসেবে দিয়েছিলেন।
এখন এই ছবিগুলো বিক্রি করে অর্থ সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে এলমহার্স্টের তৈরি ট্রাস্ট। বিখ্যাত নিলাম সংস্থা সদবিস-এর ভারতীয় শিল্পের বার্ষিক নিলামে রবীন্দ্রনাথের ছবিও তোলা হবে। এই খবরে অন্যদের মতো বিচলিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ছবিগুলো দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.