হারের আগে সোহরাওয়ার্দীর লড়াই

ম্যাচের পরিণতি জানাই ছিল। বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। তবে এটুকু সারতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে কাল ভালোই যন্ত্রণা দিয়েছেন মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ। বল হাতে দুই ইনিংসে ৯ উইকেট নেওয়া সোহরাওয়ার্দী কাল ব্যাট হাতে ৬৪ রান করে অপরাজিত থেকে যান। তবে এতে পরাজয় বিলম্বিত করা ছাড়া লাভ খুব একটা হয়নি। বাংলাদেশ ‘এ’ হেরেছে ১১৪ রানের বড় ব্যবধানেই।
৭ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ‘এ’ কাল ২০ ওভারের এক বল কম খেলে রান করেছে ৮৩। এর ৬৪-ই এসেছে সোহরাওয়ার্দীর ব্যাট থেকে। ৬১ বলের ইনিংসে চার মেরেছেন ৯টি, ২টি ছয়। নূর হোসেনের (১২) সঙ্গে শেষ উইকেট জুটিতে তুলেছেন ৬১ রান।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৮৫ ও ২৬৯/৬ (ডিক্লে.), বাংলাদেশ ‘এ’: ১২৫ ও ৩১৫ (শাহরিয়ার ১৩৩, সোহরাওয়ার্দী ৬৪*, সগীর ৪৭; ব্রাউন ৩/৬০, বেকার ৩/৭০, টং ২/৩৩, শিলিংফোর্ড ২/৬৭)।

No comments

Powered by Blogger.