ফেসবুকের পর পাকিস্তানে ইউটিউবও বন্ধ

পাকিস্তানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক বন্ধের এক দিন পর ভিডিওচিত্র আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউব ও উইকিপিডিয়ার কয়েকটি পৃষ্ঠা বন্ধ করে দেওয়া হয়েছে। ‘আপত্তিকর বিষয়বস্তু’ থাকার কারণে গতকাল বৃহস্পতিবার দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) ইউটিউব বন্ধ করে দেয়।
ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকার প্রতিযোগিতার আয়োজন করায় গত বুধবার তা বন্ধ করে দেওয়া হয়। গতকাল পিটিএর এক বিবৃতিতে ইউটিউব বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ‘আপত্তিকর বিষয়বস্তু’ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। গতকাল দুপুরের পর থেকে পাকিস্তানে ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না।

No comments

Powered by Blogger.