রাশিয়ার তিনটি প্রতিষ্ঠানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার

রাশিয়ার তিনটি অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ইরানের কাছে অস্ত্র বিক্রি করায় এসব প্রতিষ্ঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেশটির ফেডারেল রেজিস্টারে এ খবর প্রকাশিত হয়েছে ।
এতে বলা হয়, ইরানের ওপর জাতিসংঘের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র যে খসড়া প্রস্তাব তৈরি করেছে, তাতে রাশিয়ার সমর্থন পাওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার আরও দুটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

No comments

Powered by Blogger.