বড় পৃষ্ঠপোষক পেল কাবাডি

বাংলাদেশের কাবাডির জন্য কালকের দিনটি যেন ছড়িয়ে দিল নতুন দিনের বার্তা। প্রচারবহুল খেলাগুলোই যেখানে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক তেমন পাচ্ছে না, সেখানে কাবাডি ফেডারেশন বড় এক পৃষ্ঠপোষককে নিজেদের সঙ্গে যুক্ত করে ফেলল।
হোটেল সোনারগাঁওয়ে কাল কাবাডি ফেডারেশনের সঙ্গে চুক্তি হলো বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের। এই প্রতিষ্ঠানের পণ্য মিজান সুপার রিফাইন পাম অলিন ২০১২ সাল পর্যন্ত কাবাডির ঘরোয়া টুর্নামেন্টগুলো পৃষ্ঠপোষণা করবে।
চলতি বছরের বাকি সময় কাবাডির অবশিষ্ট টুর্নামেন্ট বাবদ প্রতিষ্ঠানটি ফেডারেশনকে দেবে ১৩ লাখ টাকা। ২০১১ ও ২০১২ সালে দেবে ৬০ লাখ টাকা করে। এরপর দুই পক্ষের আলোচনা সাপেক্ষে চুক্তির মেয়াদ বাড়তে পারে। ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি কাবাডির সঙ্গে যুক্ত থাকবে বলে ফেডারেশন কর্মকর্তারা আশাবাদী।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান। কাবাডি ফেডারেশনের পক্ষে সাধারণ সম্পাদক মুনীর হোসেন।

No comments

Powered by Blogger.