‘গর্ডন ব্রাউন ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী’

নিজ দলের সদস্যদের কাছ থেকেই প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ক্ষমতাসীন লেবার পার্টির একজন প্রার্থী তাঁকে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করেছেন।
টোরিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নরফোক নর্থ-ওয়েস্টে লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মানিস সুদ স্থানীয় লিন নিউজ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ব্রিটেনে এ পর্যন্ত যত প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তাঁর দৃষ্টিতে তাঁদের মধ্যে গর্ডন ব্রাউন সবচেয়ে খারাপ। ব্রাউনের সব নীতিই দেশে বিপর্যয় ডেকে এনেছে। অভিবাসীদের সংখ্যা দিনদিন বাড়ছে। তারা সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি করছে। এ জন্য ব্রাউনের উচিত ব্রিটেনের জনগণ ও রানির কাছে ক্ষমা চাওয়া।
গতকাল মঙ্গলবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়।

No comments

Powered by Blogger.