দলের পরাজয়ের পুরো ‘দায়দায়িত্ব’ নেবেন ব্রাউন

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, সাধারণ নির্বাচনে তাঁর দল লেবার পার্টি জয়লাভে ব্যর্থ হলে তিনি এর পুরো ‘দায়দায়িত্ব’ নেবেন। গত সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জিএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গর্ডন ব্রাউন বলেন, ৬ মে ‘যাই ঘটুক’, তিনি এর দায়দায়িত্ব নেবেন। প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, তিনি যদি কোনো প্রার্থক্য গড়ে দিতে না পারেন, তাহলে তিনি সরে দাঁড়াবেন এবং অন্য কিছু করবেন।
ব্রাউনের প্রতি প্রশ্ন ছিল, যদি সাধারণত দলীয় কিংবা তাঁর ব্যক্তিগত কারণে জনগণ লেবার পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তিনি কী করবেন? জবাবে তিনি বলেন, ‘আমাকে দায়দায়িত্ব নিতে হবে। যাই ঘটুক না কেন, আমি পুরো দায়দায়িত্ব নেব।’ এ সময় স্ত্রী সারাহ ব্রাউন তাঁর সঙ্গে ছিলেন।
গর্ডন ব্রাউন বলেন, তবে হাজার হাজার ভোটার এখনো মনস্থির করেননি। তাঁরা যখন উপলব্ধি করবেন যে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিদ্যালয় ও জাতীয় স্বাস্থ্য পরিষেবা রক্ষায় লেবার পার্টির সুনির্দিষ্ট কর্মপন্থা রয়েছে, তখন তাঁরা লেবার পার্টির দিকেই এগিয়ে আসবেন।
গর্ডন ব্রাউন আরও বলেন, কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটসের তুলনায় লেবার পার্টি ‘আন্তরিক দল’।
প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, তিনি সেবামূলক কাজ করবেন। ব্যবসা কিংবা অন্য কিছু করতে চান না বলেও তিনি উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.