বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জাপানের কামা চিনেন গত রোববার মারা গেছেন। আর মাত্র এক সপ্তাহ পরই ছিল তাঁর ১১৫তম জন্মদিন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গতকাল মঙ্গলবার এ কথা জানায়। খবর এএফপির।
কামা চিনেন তাঁর জীবনের শেষ সময়গুলো হুইল চেয়ারে বসে কাটালেও প্রকৃতির বৈচিত্র্য উপভোগ করতেন। উল্লেখ্য, ২০০৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের গারট্রুড বেইনেস মারা যাওয়ার পর কামা চিনেন ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী।
এদিকে তাঁর মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হলেন ফ্রান্সের ইউজিন ব্ল্যাশার্ড। তিনি ক্যারিবীয় দ্বীপের সেন্ট বার্থেলেমিতে বাস করছেন।

No comments

Powered by Blogger.