হকি মাঠে অনেক কিছু...

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের এক পাশে রেকর্ড প্লেয়ারে বাজছে—‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে।’ গানের তালে নাচছে একদল কিশোরী। অন্য পাশে বিমানবাহিনীর বাদকদল সুর তোলায় ব্যস্ত—‘পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল।’
এ যেন এক বিয়েবাড়ি। আগামী পরশু শুরু হচ্ছে এশিয়ান গেমস বাছাইপর্ব, আর এ নিয়ে উত্তেজনায় কাঁপছে গোটা হকি স্টেডিয়াম। তারই মাঝে পাওয়া গেল হংকং হকি দলকে। সবার আগে ঢাকায় পৌঁছানো এই দলটি কাল এসেই অনুশীলন করতে এল স্টেডিয়ামে। কিসের অনুশীলন, মাঠের মধ্যেই কেউ কেউ শুয়ে পড়লেন, কারও চোখ বুজে এল। একটু ঘুমিয়ে নেওয়া আর কি! কেউ হাই তুলছেন। ক্লান্ত দলের এটাই হলো ‘আসল অনুশীলন’! হংকংয়ের ম্যানেজার কুলদ্বীপ সিং হাসতে হাসতে বললেন, ‘একটু ক্লান্তই তো ওরা...।’
হংকং হকি দলটিতে স্থানীয় খেলোয়াড় মাত্র ৫ জন। ভারত ও ইংল্যান্ডের ২ জন করে। পাকিস্তানের তিনজন। ওই তিন পাকিস্তানি আবার তিন ভাই। আশকার আলী, আরিফ আলী ও আকবর আলী। আশকার জানালেন, ‘প্রায় ৪০ বছর আগে পাকিস্তান ছেড়ে হংকংয়ে পাড়ি জমান আমাদের বাবা-মা।’
টুর্নামেন্টের কোনো দলকেই হালকাভাবে নিচ্ছেন না হংকং কোচ জগদেব শিভ, ‘কোনো দলকেই খাটো করে দেখছি না আমরা।’ ওদিকে বাংলাদেশ দলকে সবার ওপরে রাখছেন ম্যানেজার কুলদ্বীপ, ‘বাংলাদেশের খেলোয়াড়েরা ইউরোপ সফর করে এসেছে গত এসএ গেমসের আগে। এই দলে ভালো খেলোয়াড় আছে বেশ কয়েকজন। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশই।

No comments

Powered by Blogger.