সারওয়ান-টেলরকে নিয়ে উইন্ডিজ দল

জেরম টেলর, রামনরেশ সারওয়ান—দুজনই পড়েছিলেন ইনজুরিতে। গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে তাই মাঠের বাইরেই সময় কাটছিল তাঁদের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবার দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই দুই ক্রিকেটার।
ব্রিসবেনে শেষ টেস্ট খেলার সময় নিতম্বের ইনজুরিতে পড়েন টেলর। সিরিজের শেষ দিকে পিঠের ব্যথায় ভুগতে থাকেন সারওয়ানও। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাই দুজনই ছিলেন দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের এই দল নিয়ে যথেষ্টই আশাবাদী প্রধান নির্বাচক ক্লাইড বাটস, ‘টপ-অর্ডারে ক্রিস গেইল আছে এবং সে ম্যাচ উইনার। মিডল-অর্ডারে শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা ব্যাটিংটাকে শক্তিশালী করবে। আর ওয়াভেল হাইন্ডসের অন্তর্ভুক্তিও দলের অভিজ্ঞতা বাড়াবে।’
বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল (অধিনায়ক), সুলিমান বেন, ডোয়াইন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, নারসিং দেওনারাইন, আন্দ্রে ফ্লেচার, ওয়াভেল হাইন্ডস, নিকিতা মিলার, কিয়েরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, কেমার রোচ, ড্যারেন স্যামি, রামনরেশ সারওয়ান, জেরম টেলর।

No comments

Powered by Blogger.