সানিয়াকে নিয়ে টানাটানি

বিয়ের পর শ্বশুরবাড়িই মেয়েদের আসল ঠিকানা...। হঠাত্ এই সামাজিক-সাংস্কৃতিক গবেষণা কেন? কারণ দিলওয়ার আব্বাসের একটি মন্তব্য। পাকিস্তান টেনিস ফেডারেশনের প্রধান মন্তব্য করেছেন, শোয়েব মালিকের সঙ্গে বিয়ের পর সানিয়ার উচিত পাকিস্তানের হয়ে টেনিস খেলা, ‘আমাদের টেনিসের জন্য এটা তো সুখবর। আমরা ওকে স্বাগত জানাই। এবং আশা করি, ভবিষ্যতে ও আমাদের হয়েই খেলবে। এশিয়ায় ঐতিহ্য অনুযায়ী মেয়েরা স্বামীর কথা শোনে। এ কারণেই আমি আশাবাদী, শোয়েব ওকে পাকিস্তানের হয়ে খেলতে অনুপ্রাণিত করবে।’
এদিকে এমন খবর চাউর হওয়ার পর একটু যেন উষ্মাই প্রকাশ করেছে সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)। ‘সানিয়া এবং ওর অভিভাবক আমাদের নিশ্চিত করেছে, ও ভারতের হয়েই খেলবে’—বলেছেন এআইটিএর প্রধান।

No comments

Powered by Blogger.