এক দিনে ২০ হাজার কর্মী অবসরে

ভারতের কেরালা রাজ্যের ২০ হাজার সরকারি কর্মচারী গত বুধবারঅবসর নিয়েছেন। এক সরকারি আদেশে এসব কর্মচারী অবসর নেন।
এসব কর্মচারীর অবসর গ্রহণের সময়সীমা ছিল ২০০৯ সালের ১ এপ্রিলের পর যেকোনো দিন। সেই মেয়াদ বাড়িয়ে তাঁদের নিয়োগ এ বছর ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
অবসরে যাওয়া এসব কর্মচারীর মধ্যে সর্বাধিক ১২ হাজার কর্মচারী শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। এ ছাড়া তিন হাজার কর্মচারী রাজ্যের পুলিশ বাহিনী থেকে, ১৮০ জন সচিবালয় থেকে এবং অন্যরা স্বাস্থ্য, রাজস্ব ও পর্যটন বিভাগ থেকে অবসর নিয়েছেন। তবে অবসরে যাওয়া মোট কর্মচারীর সংখ্যা সরকারিভাবে এখনো জানানো হয়নি। রাজ্যের মোট সরকারি কর্মচারীর সংখ্যা তিন লাখের মতো।
বেসরকারি এক হিসাব অনুযায়ী, এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরভাতা ও অন্যান্য দেনা-পাওনা মেটাতে রাজ্যের কোষাগার থেকে ব্যয় হবে প্রায় দেড় হাজার কোটি রুপি।

No comments

Powered by Blogger.