শ্রীলঙ্কায় স্থগিত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে দুটি জেলায় স্থগিত কেন্দ্রগুলোতে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ করা হয়েছে। ৮ এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সহিংসতার কারণে নাওয়ালাপিতিয়া ও পূর্ব ত্রিঙ্কোমালি জেলার এই কেন্দ্রগুলোর ভোট বাতিল করা হয়।
ভোটকে কেন্দ্র করে আবারও যাতে সহিংসতা না ঘটে, নাওয়ালাপিতিয়া জেলায় এক হাজারেরও বেশি পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। নির্বাচন পর্যবেক্ষক দল জানিয়েছে, ভোট শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন হয়েছে। বিরোধী দলের একজন এজেন্টকে সাময়িকভাবে একটি ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
গতকালের ভোটের ফলাফল যাই হোক, তাতে প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পক্ষের ক্ষমতাসীন দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ) ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ, ২২৫ আসনবিশিষ্ট পার্লামেন্টের নির্বাচনে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ আসনে ইতিমধ্যেই ইউপিএফএ জয়লাভ করেছে।

No comments

Powered by Blogger.