অপচয় রোধে

ভারতের মুম্বাই শহরে এখন পানির তীব্র সংকট। আর তার ছাপ পড়েছে শহরের ৯৮৬টি শৌচাগারে। এসব শৌচাগারে এখন জলবিয়োগের জন্য এক রুপি, প্রাতঃকর্ম দুই রুপি আর স্নানের জন্য লাগবে ছয় রুপি। আগে এগুলোর জন্য ব্যয় হতো এর অর্ধেক অর্থ।
মুম্বাই পৌরসভা পানি-সংকটের কারণে পাবলিক শৌচাগারে পানির বরাদ্দ কমিয়ে দিয়েছে। শহরের শৌচাগারগুলো যাঁরা লিজ নিয়ে চালান, তাঁরা এ জন্য দাম বাড়াতে বাধ্য হয়েছেন। শুধু তা-ই নয়, প্রাতঃকর্ম বা স্নানের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হচ্ছে। পানির অপচয় রোধে এমন ব্যবস্থা নিতে হচ্ছে বলে জানালেন শহরের বাইকুল্লা এলাকার এক শৌচাগারের পরিচালক।

No comments

Powered by Blogger.