আমাদের অনেক কাজই জনপ্রিয় হয়নি: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘অনেক কাজ আমরা করেছি, তবে এর অধিকাংশই জনপ্রিয় হয়নি। এ ছাড়া অনেক কাজ আমরা করার অপেক্ষায় আছি।’
গত সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সিনেটর বারবারা বক্সারের পুনর্নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানের এক বক্তব্যে ওবামা এ কথা বলেন।
ওবামা জানান, হোয়াইট হাউসের ঠিকানায় জনগণের অনেক চিঠি আসে। এর মধ্য থেকে বাছাই করা ১০টি চিঠি তিনি প্রতিদিন পড়েন। ওবামা বলেন, ‘অর্ধেক চিঠিতেই আমাকে “বোকা” বা “অপদার্থ” বলে সম্বোধন করা হয়। আর বাকি চিঠিতে থাকে সাধারণ নাগরিকদের প্রতিদিনের জীবনসংগ্রামের কাহিনি।’
প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, ‘পরিবর্তন কেন দ্রুত আসছে না—এ নিয়ে জনগণের মধ্যে তীব্র উত্কণ্ঠা আছে। মানুষকে আমি আবারও বলতে চাই—পরিবর্তন আসছে।’
জনগণের সমস্যা নিয়ে কাজ করার ক্ষেত্রে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির মধ্যে ঐক্যের অভাবই মূল সমস্যা বলে জানান ওবামা। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে দ্রুত কিছু কাজ করতে চাই। এর মধ্যে অভিবাসন আইনের সংস্কার এবং অর্থনৈতিক অবস্থান পুনরুদ্ধারের বিষয়টি অন্যতম।’
নিজের অন্যতম মিত্র এবং সিনেটের পরিবেশবিষয়ক কমিটির চেয়ারম্যান বক্সারের জন্য ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের অনেক অনুষ্ঠানে যোগ দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওবামার লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা। সেখানে কয়েকজন তহবিল সংগ্রহকারীর সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি।
ক্যালিফোর্নিয়ার তিনবারের সিনেটর বক্সারকে এবার বেশ জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রিপাবলিকান দলের দুজন বেশ ধনবান। একজন হলেন, হিউলেট-প্যাকার্ডের সাবেক প্রধান কার্লি ফিয়োরিনা এবং অন্যজন সাবেক কংগ্রেসম্যান টম চ্যাম্ববেল।
প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের এক-তৃতীয়াংশ আসনে আগামী নভেম্বরে ভোট হবে। রিপাবলিকানরা আশা করছেন, যেসব আসন ডেমোক্র্যাটদের দখলে, সেখানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোটারদের ক্ষুব্ধ মনোভাব কাজে লাগিয়ে তাঁরা ভালো করতে পারবেন।
স্বাস্থ্যসেবা নিয়ে জনগণের সংশয় এবং অব্যাহত বেকারত্ব নিয়ে মানুষের ক্ষোভের কারণে জনরায় নিজেদের পক্ষেই আসবে বলে আশা রিপাবলিকানদের।

No comments

Powered by Blogger.