নাম বদলাতে ব্যয় ৮০০ কোটি রুপি

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হচ্ছে খাইবার-পাখতুন খাঁ। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে প্রায় আট শ কোটি রুপি ব্যয় হবে। ডন পত্রিকার একটি প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, সব কাগজপত্র হালনাগাদ ও পুনঃ নামকরণে প্রাদেশিক সরকারের খরচ হবে অন্তত ৫০০ কোটি রুপি। আর কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে ৩০০ কোটি রুপি।
ইতিমধ্যে যেসব নামপত্রে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ লেখা রয়েছে, সেগুলো ধ্বংস করা হবে। দলিলপত্র হালনাগাদকরণ ও নাম বদলের কাজ শিগগিরই শুরু করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গত বৃহস্পতিবার সংবিধান সংশোধন বিল পাস হয়েছে। ‘১৮তম সংশোধনী বিল’ নামের ওই বিলে উত্তর পশ্চিম-সীমান্ত প্রদেশের নাম বদলে পাখতুন খাঁ নাম রাখার প্রস্তাব করা হয়েছে।

No comments

Powered by Blogger.