সাময়িক অবসরে ইসিনবায়েভা

মাত্র ২৭ বছরই বয়স তাঁর। এর মধ্যেই কি ক্লান্তি ঘিরে ধরল ইয়েলেনা ইসিনবায়েভাকে? আর না হলে পোল ভল্টকে সাময়িক বিদায় জানাবেন কেন তিনি? অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ানোর ঘোষণাটা গতকালই দিয়েছেন পোল ভল্টের রেকর্ড-কন্যা।
অলিম্পিক সোনাজয়ী এবং বিশ্বরেকর্ডের অধিকারিণী ইসিনবায়েভা তাঁর এজেন্টের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘তিন সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি এবং এর পরই সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয়েছে, সাময়িক ছুটি নেওয়াটা আমার জন্য খুব জরুরি হয়ে পড়েছে।’
ইসিনবায়েভার হঠাৎ এই অবসরের সিদ্ধান্তে একটা গুঞ্জন অবশ্য ছড়িয়ে পড়েছে। হয়তো দোহার ব্যর্থতায় হতাশ হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি, অনেকে এমনও ভাবছে। দোহায় হয়ে যাওয়া ইনডোর চ্যাম্পিয়নশিপে কোনো পদক পাননি তিনি, অতিক্রম করতে পারেননি গত বছর বার্লিনে পার করা উচ্চতাও।
তা যে কারণেই এটা করে থাকেন, আপাতত কোনো প্রতিযোগিতায় না নামলেও যে নিয়মিত অনুশীলন চালিয়ে যাবেন, আউটডোর (৫.০৬ মিটার) ও ইনডোরের (৫ মিটার) রেকর্ডধারী জানিয়ে দিয়েছেন সেটা, ‘নিজেকে ফিট রাখতে অনুশীলন চালিয়ে যাওয়ারই ইচ্ছা আমার।’
আসছে জুলাইয়ে বার্সেলোনায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে অংশ নেওয়ার বিষয়টিও ভাবনায় আছে অনেকবারই নিজের গড়া রেকর্ড ভাঙা রুশ-কন্যার, ‘পুরো গ্রীষ্মটাই বাইরে থাকব বা বার্সেলোনায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেব না—বিষয়টি এমন নয়।’

No comments

Powered by Blogger.