বুকোলা-ড্যামিকে রেখে এমেকাকে বিদায়

বিদ্রোহী তিন নাইজেরিয়ান ফুটবলারের ব্যাপারে আলোচনা করতে কাল সভায় বসেছিল মোহামেডানের ফুটবল কমিটি। রাতে আড়াই ঘণ্টার সভা শেষে কমিটির চেয়ারম্যান এম এ সালাম জানিয়েছেন, ‘স্ট্রাইকার বুকোলা ওলালেকান ও ডিফেন্ডার ড্যামি ইমানুয়েলকে বেতন দিয়ে আগামী ম্যাচেই মাঠে ফেরাতে চায় কমিটি। তবে মিডফিল্ডার এমেকা ক্রিস্টিয়ানোর পারফরম্যান্সে খুশি নন কমিটির বেশির ভাগ সদস্য এবং তাঁকে বেতন দিয়ে বিদায় দেওয়ার পক্ষে কথা বলেছেন অনেকে। অবশ্য কোচ মারুফুল হক যদি এমেকাকে দলে চান, তাহলে ভিন্ন কথা।’
সালাম যোগ করেছেন, ‘ফুটবল কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তারা বিষয়টি দেখবে। এমেকার ব্যাপারে যেহেতু আপত্তি এসেছে, তাই অপেক্ষা করতে হবে আমাদের। বিদেশিদের সঙ্গে কথা বলবেন ম্যানেজার এবং আশা করি, সমস্যার দ্রুত সমাধান হবে।’
তবে তা ১৪ এপ্রিলের আগে নয়। ক্লাব সভাপতি মোসাদ্দেক আলী ওই দিন লন্ডন থেকে দেশে এলে তাঁর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
‘চার মাস বেতন পাচ্ছি না’—এ অভিযোগ তুলে গত দুই ম্যাচে মাঠে নামেননি বুকোলা-এমেকা। তাঁদের স্বদেশি ড্যামি ইমানুয়েলের অভিযোগ, ‘আমি বেতন পাচ্ছি না পাঁচ মাস।’ ম্যাচ বর্জন করেও টাকা না পেয়ে বাফুফের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিন ফুটবলার।
ওদিকে তিন বিদেশির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে মোহামেডানের। বেতন দেওয়ার পাশাপাশি এ বিষয়টিরও সুরাহা চায় ক্লাব। কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে ফুটবল কমিটির চেয়ারম্যান বলেছেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি ক্লাবের ডিসিপ্লিনারি কমিটি দেখবে।
যা-ই করা হোক, খেলোয়াড়দের বেতন পরিশোধই এখন বড় চ্যালেঞ্জ মোহামেডানের সামনে। কেন বেতন বাকি পড়ল? মোহামেডানের কর্মকর্তা মোস্তাকুর রহমান দায়ী করেছেন বাফুফেকে, ‘পাঁচ মাসের লিগ ১০ মাসে শেষ করলে ক্লাব তো সমস্যায় পড়বেই।’

No comments

Powered by Blogger.