পশ্চিমবঙ্গে ওবিসি তালিকায় ২৩টি মুসলিম গোষ্ঠী

পশ্চিমবঙ্গে এখন আরও আটটি মুসলিম গোষ্ঠী ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বুধবার রাজ্যের ‘কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস’ ওই আটটি মুসলিম গোষ্ঠীকে ওবিসি শ্রেণীভুক্ত করার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছে। বর্তমানে ওবিসি শ্রেণীভুক্ত মুসলিম গোষ্ঠীর সংখ্যা ১৫টি। রাজ্য সচিবালয় মহাকরণ সূত্র থেকে শুক্রবার এ তথ্য জানা গেছে ।
সূত্র জানায়, বুধবার যে আটটি গোষ্ঠীকে ওবিসি অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে সেগুলো হলো—কান, আবদাল, বসনি বা বাসনি, মাল, পাটনি বা মাঝি, ডুকরে, মাহালদার এবং নিকারি। এসব গোষ্ঠীর সংখ্যা এখন ১৪ লাখ।
রাজ্যের তফসিলি জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, এ আটটি গোষ্ঠীকেও রাজ্য সরকার শিগগিরই ওবিসি অন্তর্ভুক্ত করছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে অনগ্রসর মুসলিমদের ২৩টি গোষ্ঠী ওবিসি অন্তর্ভুক্ত হবে।

No comments

Powered by Blogger.