নিজেরাই আঁকলেন নিজেদের

লমের আঁকিবুঁকিতে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের অবয়ব। ছবিগুলো দেখে ভ্রূ কুঁচকে কেউ বলতে পারেন, এ আবার কেমন চিত্রকলা! এটা ঠিক, রয়্যাল একাডেমির অনিন্দ্যসুন্দর চিত্রকর্ম এগুলো নয়। তবে এসবই নাকি ফুটবলের অবিস্মরণীয় সম্পদ হয়ে থাকবে। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটিই।
চিত্রকর্মগুলো ইংলিশ প্রিমিয়ার লিগের ৪০ জন খেলোয়াড় ও কোচের। সবগুলোই আত্মপ্রতিকৃতি। ছবিগুলো প্রকাশ করা হবে চামড়ায় বাঁধানো বইয়ে। সেই বইয়ের নাম দেওয়া হবে দি আর্ট অব ফুটবল। আগামীকাল এই বই তোলা হবে নিলামে। ব্রিটিশ সংগীত চ্যারিটি নরডফ রবিনস করছে পুরো কাজটা। নিলাম থেকে পাওয়া অর্থের সবটাই ব্যয় করা হবে শিশু এবং অভাবী বয়স্কদের সাহায্যে। যে ৪০ জনের আত্মপ্রতিকৃতি বইটিতে থাকছে এর মধ্যে আছেন ওয়েইন রুনি, রায়ান গিগস, দিদিয়ের দ্রগবা, স্টিভেন জেরার্ড, মাইকেল ওয়েনসহ আরও অনেকে। আত্মপ্রতিকৃতিতে সাধারণত ভেতরের মানুষটা উঠে আসে। ছবির অন্তর্গত বিষয় বিশ্লেষণ করার জন্য অঙ্কন বিশেষজ্ঞ এমা বাচিকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। বাচি এই এলোমেলো দাগের মধ্যেও বিশেষ কিছু খুঁজে পেয়েছেন। এই যেমন রুনির ছবিটি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘সে চিন্তার দিক থেকে অনেক এগিয়ে। একজন বিশ্লেষক যে কি না সবকিছু জানতে চায়। কখনো কিছু হালকা করে নেয় না

No comments

Powered by Blogger.