সন্তান জন্মদানে উৎসাহিত করতে সুন্দর স্লোগান

তাইওয়ানের সরকার একটি সৃজনশীল স্লোগানের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। সে দেশের নাগরিকদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে এই স্লোগান ব্যবহার করা হবে। যিনি সবচেয়ে সুন্দর, কার্যকর ও আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করবেন, তাঁকে ৩১ হাজার ২৫০ মার্কিন ডলার পুরস্কার দেবে সরকার।
তাইওয়ানের জন্মহার দিন দিন কমছে। সন্তান জন্মদানে উৎসাহিত করতে এর আগে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। ২০০৯ সালে তাইওয়ানে নারীপ্রতি জন্মহার ছিল এক দশমিক শূন্য শতাংশ। গত বছর জন্মহার আগের বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ পড়ে যায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা এমন একটি স্লোগান চাই, যা দেশের মানুষকে সন্তান উত্পাদনে উৎসাহিত করবে।’
তাইওয়ানে যেসব দম্পতি আর্থিক সংকটের কারণে সন্তান নিচ্ছেন না, তাঁদের সাহায্য করার জন্য সরকার গত মাসে একটি পরিকল্পনা ঘোষণা করে।

No comments

Powered by Blogger.