অভিযোগ স্বীকার করতে পারেন হেডলি

মুম্বাই হামলা ও ডেনমার্কের একজন কার্টুনিস্টের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনার ঘটনায় অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি অভিযোগ স্বীকার করতে পারেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আদালত সূত্রে এ কথা জানা গেছে।
হেডলির আইনজীবীরা বলেন, ‘অভিযোগ স্বীকার করার বিষয়ে সরকারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চলছে।’ তবে হেডলি কোন কোন অভিযোগ স্বীকার করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তাঁরা। হেডলির বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে। এর আগে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। শুনানির জন্য আজ বৃহস্পতিবার হেডলিকে আদালতে তোলা হবে।
তদন্ত কর্মকর্তারা জানান, ২০০৮ সালে মুম্বাই হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে সহযোগিতা করেন হেডলি। হামলার আগে তিনি মুম্বাইয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে তথ্য সংগ্রহ করেন। তিনি ২০০২ সাল থেকে লস্করকে সাহায্য করছেন বলে দাবি করেন কর্মকর্তারা।
এ ছাড়া মহানবী (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপার জন্য ডেনিস পত্রিকা জিল্যান্ডস-পোস্টেনে ও ওই কার্টুনিস্টের ওপর হামলা চালানোর পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে হেডলির বিরুদ্ধে।

No comments

Powered by Blogger.