এবার মায়াবতী পরলেন ১৮ লাখ রুপির মালা

ভারতের বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী এবার ১৮ লাখ রুপির মালা পরলেন। গতকাল বুধবার লক্ষ্নৌতে তাঁর দল আয়োজিত এক সভার আগে মায়াবতীকে এ মালা পরানো হয়।
এর আগে গত সোমবার দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমাবাই আম্বেদকর ময়দানে এক অনুষ্ঠানে মায়াবতীকে কোটি রুপির মালা পরানো হয়। এ নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয়।
বিএসপি সূত্রে জানা গেছে, এখন থেকে সব সময় দলীয় নেত্রী মায়াবতীকে অর্থ দিয়েই স্বাগত জানানো হবে। এটা দলের শত্রুদের প্রতি তাদের সমালোচনার জবাব। উত্তর প্রদেশের গণপূর্তমন্ত্রী নাসিমুদ্দিন সিদ্দিকী বলেন, ‘নেত্রীকে ১৮ লাখ রুপির মালা উপহার দেওয়া হয়েছে। দলের ১৮টি ইউনিট থেকে নেতা-কর্মীদের অনুদান হিসেবে এ অর্থ সংগ্রহ করা হয়েছে। ১০০, ৫০০ ও এক হাজার রুপির নোট দিয়ে এই মালা তৈরি করা হয়েছে।’
মায়াবতীর রুপির মালার অর্থের উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে দেশটির আয়কর বিভাগ। এ জন্য তারা ছবি, ভিডিও ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো সংগ্রহ করছে।

No comments

Powered by Blogger.