মিয়ানমারে সহনশীলতার সংস্কৃতি জোরালো করতে চায় জান্তা সরকার!

নিরীহ বৌদ্ধ ভিক্ষুদের ওপর উত্পীড়ন চালানোর অভিযোগ থাকার পরও মিয়ামারের জান্তা সরকার সে দেশে শান্তি ও সহনশীলতার সংস্কৃতিকে জোরালো করতে কাজ করার অঙ্গীকার করেছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সফররত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইন গতকাল বুধবার এ দাবি করেন। এএফপি।
ফিলিপাইন সরকারের মন্ত্রিপরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে নিয়ান উইন বলেন, শান্তি ও সমঝোতার সংস্কৃতিকে জোরালো করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ভিন্নমতাবলম্বীদের বিশ্বাসের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সহনশীলতাকে তাঁরা একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচনা করেন।
নিয়ান উইন এমন এক সময়ে এসব কথা বললেন, যখন তাঁর সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের ভূরি ভূরি অভিযোগ এনেছে। ২০০৭ সালে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করার সময় জান্তা সরকার বৌদ্ধ ভিক্ষুদের ওপর নির্যাতন চালিয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ ছাড়া গত মাসে এক নতুন আইন পাস করে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করায় আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারের ওপর ক্ষোভ প্রকাশ করেছে।

No comments

Powered by Blogger.