ইন্টারনেটে দ্য টাইমস পড়তে পয়সা লাগবে

আগামী জুন মাস থেকে ব্রিটেনভিত্তিক সংবাদপত্র দ্য টাইমস ও সানডে টাইমস-এর ওয়েবসাইটে ঢুকতে পাঠকদের পয়সা খরচ করতে হবে। বর্তমানে ইন্টারনেটের কল্যাণে বিনা মূল্যে ওই দুটি পত্রিকা তাদের ওয়েবসাইটে ঢুকে পড়ে ফেলা যাচ্ছে। কিন্তু জুন মাস থেকে এক দিনের জন্য এক পাউন্ড (দেড় ডলার) এবং এক সপ্তাহের জন্য দুই পাউন্ড খরচ করতে হবে। পত্রিকা দুটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনাল (এনআই) গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
এনআইয়ের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস বলেছেন, সংবাদের নতুন ধরনের অর্থমূল্য দাঁড় করানোর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

No comments

Powered by Blogger.