পশ্চিমবঙ্গে সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে অগ্নিকাণ্ড

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগড় এলাকায় সে দেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় গোলাবারুদের ভান্ডারে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আগুনে ভান্ডারের ১৫০ টন বিস্ফোরক ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।
কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উইং কমান্ডার মহেশ উপাসনি বলেন, রাত দেড়টার দিকে পানাগড়ের ১৬ নম্বর ছাউনিতে (গোলাবারুদের ভান্ডার) আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ছাউনিটি পুরোপুরি ধ্বংস হয়। বিস্ফোরিত হয় বিপুল পরিমাণ গোলাবারুদ। পুড়ে যায় প্রচুর ছোট অস্ত্র। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
ওই এলাকায় বাস করা বাসিন্দারা জানিয়েছে, রাতে এক ঘণ্টারও বেশি সময় ধরে পর পর অনেকগুলো বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনেছেন তাঁরা। সেনাঘাঁটির কাছে বুদবুদ গ্রামের কাশিনাথ চট্টোপাধ্যায় এএফপিকে বলেন, এটা ছিল অবিশ্বাস্য শব্দ। গ্রামবাসী আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসে এবং প্রধান সড়কে দাঁড়িয়ে থাকে।
এদিকে অগ্নিকাণ্ডের উৎস তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে।

No comments

Powered by Blogger.