ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপে সৌদি সমর্থন চেয়েছেন গেটস

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অবরোধের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে তত্পরতা চালাচ্ছে, তার প্রতি সমর্থন দেওয়ার জন্য সৌদি আরবের বাদশা আবদুল্লাহর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। তিনি বুধবার এ আহ্বান জানান।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে অভিযোগ করে দেশটির ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন করে অবরোধ আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করছে।
যুক্তরাষ্ট্রের এ উদ্দেশ্যের প্রতি সমর্থনের ব্যাপারে সৌদি আরব তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ প্রয়োগ করতে পারে সেই সম্ভাবনার কথা গেটস কোনো রাখঢাক না করেই বলছেন।
সৌদি বাদশার সঙ্গে রবার্ট গেটসের বৈঠকের পর পেন্টাগনের প্রেস সেক্রেটারি জিওফ মোরেল বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে সৌদি আরব তাদের সাধ্য অনুযায়ী গ্রহণযোগ্য একটা চেষ্টা চালাবে।’
যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ইরানের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের যে মনোভাব, সৌদি কর্মকর্তারা একে সমর্থন করেন।

No comments

Powered by Blogger.