সংখ্যা দিয়ে মেলান

০— কোনো সেঞ্চুরি নেই বাংলাদেশের পক্ষে, জয়ও।
১— একটি মাত্র সেঞ্চুরি জুটি বাংলাদেশের (হান্নান সরকার ও হাবিবুল বাশার)।
৩— সবচেয়ে বেশি সেঞ্চুরি মার্কাস ট্রেসকোথিকের। তিনবার শূন্য রানে আউট হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
৪— দুই দলের খেলা টেস্ট। সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক মাইকেল ভন।
৪/৬০—বাংলাদেশের পক্ষে সেরা বোলিং, মাশরাফি বিন মুর্তজার।
৫— সেঞ্চুরি দেখেছে দুই দেশের টেস্ট সিরিজ।
৫/৩৫—ইনিংসে সেরা বোলিং, স্টিভ হার্মিসনের।
৮— সবচেয়ে বেশি ক্যাচ মার্কাস ট্রেসকোথিকের, ছক্কাও।
১২— বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট, মাশরাফির।
১৩—সবচেয়ে বেশি ডিসমিসাল জেরাইন্ট জোন্সের।
১৪—এক সিরিজে সর্বোচ্চ উইকেট ম্যাথু হগার্ডের (২০০৫ সালে)।
২৩—সবচেয়ে বেশি উইকেট ম্যাথু হগার্ডের।
৩৮—এক ইনিংসে অতিরিক্ত খাতে সবচেয়ে বেশি রান, দিয়েছে বাংলাদেশ।
৮২*—বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, আফতাব আহমেদের।
১০৪—বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।
১৫০—এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলারের রান। ২০০৫ সালে লর্ডস টেস্টে দিয়েছিলেন মোহাম্মদ রফিক।
১৯৪—সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, মার্কাস ট্রেসকোথিকের।
২০৫—বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান, জাভেদ ওমরের।
৫২৮—সর্বোচ্চ স্কোর, ইংল্যান্ডের।
৫৫১—সবচেয়ে বেশি রান, মার্কাস ট্রেসকোথিকের।

No comments

Powered by Blogger.