দুই দিনের সফরে ভারতে রাশিয়ার প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে গতকাল বৃহস্পতিবার ভারত পৌঁছেছেন। তাঁর এই সফরে অস্ত্র ও জ্বালানি বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।
সফরকালে পুতিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
দুই পক্ষের মধ্যে প্রতিরক্ষা ও বেসামরিক পরমাণু চুল্লি এবং রাশিয়ার বিমান বিক্রিসংক্রান্ত এক হাজার কোটি ডলারের দুটি চুক্তি হওয়ার কথা।
সোভিয়েত আমল থেকেই এ দুটি দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। রাশিয়ার অস্ত্রের বড় ক্রেতা ভারত। তবে, সামরিক শক্তিতে চীন অনেক বেশি এগিয়ে যাওয়ায় এবং পশ্চিমাদের পক্ষ থেকে প্রতিযোগিতার মুখে পড়ায় এই সম্পর্ক এখন সংকটাপন্ন।
পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক সহযোগী ইউরি উসাকভ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরকালে আমরা এক হাজার কোটিরও বেশি ডলারের ১৪-১৫টি চুক্তি সম্পাদনের আশা করছি।’ তিনি বলেন, উভয়পক্ষ বেসামরিক পরমাণু জ্বালানি, অস্ত্র ও টেলিযোগাযোগসামগ্রী উত্পাদনসংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া তাঁরা রাশিয়ার বিমান বিক্রি, অতিরিক্ত ২৯টি জঙ্গিবিমান এবং যৌথভাবে পরিবহন বিমান তৈরির জন্য চুক্তি সম্পাদন করবেন।

No comments

Powered by Blogger.