গাজায় গ্রেপ্তার ব্রিটিশ সাংবাদিককে মুক্তি দিয়েছে হামাস

গাজায় গ্রেপ্তার হওয়া ব্রিটিশ সাংবাদিক পল মার্টিনকে মুক্তি দিয়েছে হামাস। সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা মার্টিনকে ব্রিটিশ কনস্যুলেটের একটি প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়েছে। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এ অঞ্চলে কোনো বিদেশি গ্রেপ্তারের ঘটনা এটাই প্রথম।
১৪ ফেব্রুয়ারি গাজার একটি আদালত কক্ষে ইসরায়েলকে সহায়তাকারী তাঁর এক বন্ধুর পক্ষে সাক্ষ্য দেওয়ার সময় মার্টিনকে গ্রেপ্তার করা হয়। মার্টিন পাঁচ বছর ধরে গাজা এলাকায় ফ্রিল্যান্স সাংবাদিকতা করে আসছেন। হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি আইন ভঙ্গ করায় মার্টিনকে গ্রেপ্তার করা হয়।

No comments

Powered by Blogger.