পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তে মাওবাদী দমনে অভিযান

মাওবাদী দমনের জন্য গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। ওই অভিযানে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যের পুলিশ। তাদের সঙ্গে আধাসামরিক বাহিনী ও সিআরপিএফও কাজ করছে।
পশ্চিমবঙ্গ সীমান্তসংলগ্ন ঝাড়খন্ডের পূর্ব ও পশ্চিম সিংভূম এবং পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার মাওবাদী-অধ্যুষিত এলাকায় ওই অভিযান চলবে। অভিযানে তিনটি হেলিকপ্টারও অংশ নিচ্ছে। যৌথ বাহিনী বেশ কয়েকটি মাওবাদী ঘাঁটি ইতিমধ্যে ধ্বংস করেছে। অস্ত্রশস্ত্র ও গোলাবারুদও উদ্ধার হয়েছে।
রাজ্যসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মাকেন বলেছেন, দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১২টি রাজ্য মাওবাদী-প্রভাবিত। এগুলো হচ্ছে অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ু। মাওবাদী হামলায় ২০০৯ সালে প্রাণ হারিয়েছেন ৯০৮ জন। আর হামলা হয়েছে দুই হাজার ২৫৮ বার।

No comments

Powered by Blogger.