হোয়াইট হাউসে আসা অর্ধেক চিঠিতে আমাকে নির্বোধ বলা হয়: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হোয়াইট হাউসে আসা প্রতিদিনের ৪০ হাজারের অর্ধেকের মতো চিঠিতে তাঁকে নির্বোধ (ইডিয়ট) বলে আখ্যায়িত করা হয়।
তিনি বলেন, তাঁর কর্মীরা চিঠি পাঠানো ব্যক্তিদের ক্ষোভের আঁচড় তাঁর গায়ে পড়তে দেন না। রাতে হোয়াইট হাউসে ফিরলে তাঁকে বাছাই করা ১০টি চিঠি পড়তে দেওয়া হয়।
মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইস এলাকায় গত বুধবার একটি শোভাযাত্রায় ওবামা সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের বলব যে আমার কর্মীরা খুবই শান্তশিষ্ট। কারণ এসব চিঠির প্রায় অর্ধেক চিঠিতে আমাকে নির্বোধ বলে আখ্যায়িত করা হয়। কিন্তু এ জন্য তাঁরা উত্তেজিত হন না।’ প্রেসিডেন্ট ওবামা এরপর বলেন, অনেক প্রবীণ নাগরিক তাঁকে চিঠি লিখে স্বাস্থ্যসেবা সরকারের হাতে রাখা এবং বৃদ্ধদের জন্য স্বাস্থ্য পরিকল্পনা নেওয়ার কথা জানান। ওবামা জানান, তিনি ওই সব লোকের কাছে চিঠির উত্তরে বলেন, স্বাস্থ্যব্যবস্থা বস্তুত কেন্দ্রীয়ভাবে পরিচালিত একটি কর্মসূচি। ওবামা আবারও হোয়াইট হাউসে প্রতিদিন চিঠির বন্যা আসার কথা উল্লেখ করে বলেন, ওই সব চিঠি পড়ে তিনি দেশের মানুষের মনোভাব বুঝতে পারেন।

No comments

Powered by Blogger.