উত্তর কোরিয়ার দূতকে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু আলোচক কিম কি-গুয়ানকে ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিম দুটি দেশের মধ্যে অচলাবস্থা কাটাতে ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে আমন্ত্রিত এই পরমাণু আলোচক নিউইয়র্কে শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
কিমের যুক্তরাষ্ট্র সফরকে ‘ব্যক্তিগত আমন্ত্রণ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি সাংবাদিকদের বলেন, ‘ভিসা দিতে চাওয়ার বিষয়টি আমরা জেনেছি। তবে ভিসাটি কবে অনুমোদন করব, তা এখনো ঠিক করিনি।’
উত্তর কোরিয়া-সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফেন বসওর্থ গত বছরের ডিসেম্বরে পিয়ংইয়ং সফর করেন। তাঁর সফরের উদ্দেশ্য ছিল কমিউনিস্ট দেশটিতে পরমাণু কর্মসূচির অবসানের লক্ষ্যে ছয় জাতি আলোচনা পুনরায় শুরু করা।
তবে উত্তর কোরিয়া প্রথমে চায় ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সংঘটিত কোরিয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির জন্য একটি শান্তিচুক্তিতে পৌঁছার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে।

No comments

Powered by Blogger.