৬৩ বছর পর সরকারি কার্যালয়ে পা রাখলেন পশ্চিমবঙ্গের প্রবীণ নেতা

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে প্রবীণ নেতা। তিনি হলেন পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ। বাম আন্দোলনের শরিক এই নেতা দীর্ঘ ৬৩ বছর কোনো সরকারি অফিসে পা রাখেননি। প্রবীণ ওই নেতার জেদ ছিল, কোনো দিন তিনি মহাকরণ, বিধানসভা ভবন কিংবা পুরসভায় পা দেবেন না। ৬৩ বছর ধরে এই জেদ বজায় রাখলেও শেষ পর্যন্ত তামিলনাড়ুর নেতাজি অনুগামী ফরওয়ার্ড ব্লক নেতা প্রয়াত মধুলিঙ্গম থেবরের জন্মশতবর্ষে তাঁর একটি ব্রোঞ্জমূর্তি কলকাতায় বসানোর আরজি নিয়ে অশোক ঘোষ গত বুধবার হাজির হন কলকাতা পুরসভার মেয়রের কার্যালয়ে।
মেয়র অবশ্য প্রবীণ নেতার আরজি মেনে থেবরের ব্রোঞ্জমূর্তিটি কলকাতায় বসানোর ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক ৬৩ বছর আগে ১৯৪৭ সালে একবার তাঁকে কলকাতা পুরসভায় যেতে হয়েছিল। নেতাজি জন্মোত্সব কমিটির বৈঠকে যোগ দিতে সেবার হেমন্ত বসুর সঙ্গে মেয়র সুধীর রায়চৌধুরীর ঘরে গিয়েছিলেন।
কিন্তু ৬৩ বছর পর ফের জেদ ভাঙলেন কেন? এর উত্তরে প্রবীণ এই নেতা জানান, বিবেকের তাড়নায়।

No comments

Powered by Blogger.