গত চার বছরে দক্ষিণ কোরিয়ায় জন্মহার সবচেয়ে কম

দক্ষিণ কোরিয়ায় জন্মহার আশঙ্কাজনকভাবে কমছে। চার বছরের মধ্যে গত বছর সেখানকার জন্মহার ছিল সবচেয়ে কম। গতকাল বৃহস্পতিবার সে দেশের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তারা এ কথা জানান। তাঁরা বলেছেন, মহামন্দার কারণে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়ায় উপযুক্ত পুরুষ ও নারীরা দেরিতে বিয়ে করছেন। অনেকে আবার বিয়েও করছেন না। এ কারণে জন্মহার অস্বাভাবিকভাবে নিম্নগামী হয়েছে। এএফপি।
পরিসংখ্যান বিভাগের জনসংখ্যাবিষয়ক কর্মকর্তা কিম দং হোয় বলেন, ২০০৯ সালে দেশের জন্মহার ছিল মাত্র এক দশমিক ১৫ শতাংশ। সিঙ্গাপুর ও হংকংয়ের মতো নগররাষ্ট্র বাদে বর্তমানে বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ হলো দক্ষিণ কোরিয়া। গত বছর সে দেশে বিয়ের হার ৫ শতাংশ কমেছে। অন্যদিকে, বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়েছে ৮ শতাংশ।
জনসম্পদ বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ায় বর্তমানে একাধিক সন্তান নিলে সে দেশের নাগরিকদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে সরকার।

No comments

Powered by Blogger.