অ্যামিস থেকে টেন্ডুলকার

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে আরেকটি ডাবল সেঞ্চুরি লাগবে। যে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ৩৯ বছরেরও বেশি কেটেছে এক দিনের আন্তর্জাতিক ম্যাচের। এই ৩৯ বছরে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটির হাতবদল হয়েছে মাত্র নয়বার। ১৯৭১ সালে ইতিহাসের প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ ৮২ রান করে রেকর্ডের প্রথম মালিক ইংল্যান্ডের জন এডরিচ। দ্বিতীয় ওয়ানডেতেই সেঞ্চুরি করে সেটি কেড়ে নেন তাঁর সতীর্থ ডেনিস অ্যামিস। তবে সেই ম্যাচটি হয়েছিল সাড়ে উনিশ মাস পর! এডরিচের রেকর্ডটি যদি সবচেয়ে স্বল্পায়ু হয়, সবচেয়ে দীর্ঘায়ু পেয়েছে ভিভ রিচার্ডসের অপরাজিত ১৮৯। প্রায় ১৩ বছর রেকর্ডটি ছিল তাঁর। ভিভের রেকর্ডটি যিনি ভেঙেছিলেন, সেই সাঈদ আনোয়ার এটি ভোগ করেছেন এর মাস তিনেক কম।

No comments

Powered by Blogger.