মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শিগগিরই শুরু হবে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওয়াশিংটনে বুধবার বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা ‘শিগগিরই’ আবার শুরু হবে বলে তিনি আশা করেন।
হিলারি আইনপ্রণেতাদের বলেন, ‘এই আলোচনা শিগগিরই শুরু হবে বলে আমরা আশা করছি। আমার মনে হয়, তাঁদের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা জরুরি। তবে সমস্যাগুলো সম্পর্কে আমরা সবাই অবগত আছি।’
যুক্তরাষ্ট্রে নিয়োজিত ইসরায়েলি রাষ্ট্রদূত রয়টার্সকে জানান, এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শান্তি আলোচনা আবার শুরু হলে তাঁরা মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত জর্জ মিচেলের সঙ্গে পরোক্ষভাবে ‘প্রাথমিক আলোচনা’ শুরু করবেন।

No comments

Powered by Blogger.