চীনে ডাইনোসরের কয়েক হাজার পদচিহ্ন খুঁজে পাওয়া গেছে

প্রত্নতত্ত্ববিদেরা চীনে ডাইনোসরের তিন হাজারের বেশি পদচিহ্ন খুঁজে পেয়েছেন। গত শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝুচেং শহরে প্রায় ৩০টি খনন এলাকায় এসব পদচিহ্ন পাওয়া গেছে।
খবরে বলা হয়, ওই সব এলাকায় কমপক্ষে ছয় প্রজাতির ডাইনোসরের পদচিহ্ন রয়েছে। পদচিহ্নগুলোর দৈর্ঘ্য ১০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত। এগুলোর মধ্যে কোয়েলুরোসরস, হ্যাডরোসরস ও টাইরানোসোরসের মতো ডাইনোসরের পদচিহ্ন রয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, পদচিহ্নগুলো ১০ কোটি বছরের বেশি পুরোনো। তিন মাসের খননকাজ শেষে এ পদচিহ্নগুলোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
চায়নিজ একাডেমি অব সায়েন্সের ঊর্ধ্বতন প্রকৌশলী ওয়াং হাইজুন বলেন, পদচিহ্নগুলো একই দিকে মুখ করে রয়েছে। এগুলো দেখে ধারণা করা হচ্ছে, তৃণভোজী ডাইনোসরগুলো শিকারিদের হামলা থেকে রক্ষা পেতে রওনা হয়েছিল অথবা এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছিল। ডাইনোসরের এত পদচিহ্ন খুঁজে পাওয়ায় ঝুচেং শহর এখন স্থানীয় বাসিন্দাদের কাছে ‘ডাইনোসর সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে।

No comments

Powered by Blogger.