যুক্তরাষ্ট্রে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের মুখপাত্র বরাদ্দের এএফপি এ কথা জানায়। তবে বিবিসি ও সিএনএন দুজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে। বহু আহত হয়েছেন।
মিডলসেক্স হাসপাতালের মুখপাত্র ব্রায়ান আলবার্ট জানান, তারা যে খবর পেয়েছেন তাতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার সকালে মিডল টাউনের ক্লিন পাওয়ার প্লান্টে এ বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরের লোকজন জানায়, বিস্ফোরণে তাদের বাড়িঘর কেঁপে ওঠে।
দ্য মিডল টাউন প্রেস পত্রিকা জানায়, গ্যাসচালিত ওই বিদ্যুৎকেন্দ্রের একটি গ্যাস পাইপলাইনে এ বিস্ফোরণ ঘটে। ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের মহাব্যবস্থাপক গর্ডন হক এ বিস্ফোরণ ও মৃতের কথা নিশ্চিত করেন। তবে হতাহতের সংখ্যা তিনি নিশ্চিত করতে পারেননি।
আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments

Powered by Blogger.