শূন্য হাতে দেশে ফিরছে পাকিস্তান

৩৬ বলে প্রয়োজন ৩০, হাতে ৬ উইকেট, বোলারদের কচুকাটা করে ৬৪ রানে অপরাজিত এক ব্যাটসম্যান। এমন ম্যাচও কি হারা সম্ভব? দলের নাম পাকিস্তান হলে উত্তর হবে, অবশ্যই সম্ভব। অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচে একমাত্র টি-টোয়েন্টিতে কাল অস্ট্রেলিয়ার কাছে ২ রানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫০ দিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর একটি প্রস্তুতি ম্যাচ, তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে পাকিস্তানের জয়ের খাতা শূন্য। হার এড়াতে পেরেছে কেবল ওই প্রস্তুতি ম্যাচেই।
মাত্র ৬ ওভারেই ৫০ রান তোলার পরও বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ১২৮ রানে বেঁধে ফেলে পাকিস্তান। শুরুতে ২ উইকেট হারালেও কামরানের ৩৩ বলে ৬৪ রানের ইনিংসে পাকিস্তান সহজ জয় পাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু টেইট-স্মিথদের দুর্দান্ত বোলিং ও মাইকেল ক্লার্কের দারুণ অধিনায়কত্বে ২ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। আগুন ঝরানো বোলিং করে ম্যাচসেরা এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শন টেইট (৪-০-১৩-৩)। টেইটের করা ইনিংসের তৃতীয় বলটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট ইতিহাসের দ্রততম (১৬০.৭ কিমি)। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৮. ৪ ওভারে ১২৭/১০ (ডেভিড হাসি ৪০*, ক্লার্ক ৩২; গুল ৩/২০, মালিক ২/৩১)।
পাকিস্তান: ২০ ওভারে ১২৫/৯ (কামরান ৬৪; টেইট ৩/১৩, ওয়াটসন ২/২৪, স্মিথ ২/৩৪)।

No comments

Powered by Blogger.