পরমাণু জ্বালানি বিষয়ে ভারত ও ব্রিটেনের চুক্তির খসড়া চূড়ান্ত

ভারত ও ব্রিটেন পরমাণু জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছে। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ব্যাপারেও দেশ দুটি সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর চিন্তাভাবনা করছে। ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার ম্যান্ডেলসন গত বৃহস্পতিবার এ কথা জানান।
ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে বৈঠকের পর পিটার ম্যান্ডেলসন বলেন, ‘বেসামরিক পরমাণু সহযোগিতার বিষয়ে আমরা চুক্তির একটি খসড়া পেয়েছি। এটা ভালো একটা অগ্রগতি। শিগগিরই এই চুক্তি স্বাক্ষর হবে।’
আনন্দ শর্মাও শিগগিরই এই চুক্তি স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেন।
ব্রিটেনের বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের একজন মুখপাত্র জানান, ব্রিটেনের কোম্পানিগুলো বেসামরিক পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এর আগে ভারত ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করে। এ ছাড়া রাশিয়া, জার্মানির সঙ্গেও বেসামরিক পরমাণু চুক্তি হওয়ার কথা। ১৯৭৪ সালে ভারত পরমাণু পরীক্ষা চালানোর পর বিশ্ব তোপের মুখে পড়ে।

No comments

Powered by Blogger.