পদ্মা অয়েল নগদে ৫০% ও বোনাস শেয়ারে ২০০% লভ্যাংশ ঘোষণা করেছে

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ২০০৮-০৯ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৫০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস শেয়ার দেওয়া হবে।
কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির চট্টগ্রামের গুপ্তগ্রামের প্রধান স্থাপনায় সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান আনোয়ারুল করিম সভাপতিত্ব করেন। এতে কোম্পানির পরিচালক মো. ফরিদ উদ্দিন, মোহাম্মদ আবদুল আউয়াল, কাজী শফিকুল আযম ও মো. শওকত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়ের এবং কোম্পানি সচিব এম মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকায় এবং পরিচালকের সংখ্যা আটজনে উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়। এ ছাড়া সভায় কোম্পানির গত অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

No comments

Powered by Blogger.