মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার ডাক আল-কায়েদার

বিশ্বজুড়ে আরও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার আহ্বান জানিয়েছে আল-কায়েদার ইয়েমেনভিত্তিক শাখা। গত সোমবার ইন্টারনেটে প্রচারিত এক অডিও বার্তায় ওই আহ্বান জানানো হয়।
আল-কায়েদা ইয়েমেন শাখার দ্বিতীয় শীর্ষ সদস্য আল-শিহরি ইন্টারনেটে প্রচারিত এক অডিও বার্তায় বলেন, ‘সর্বত্রই আমেরিকান ও ক্রুসেডারদের স্বার্থ রয়েছে এবং তাদের এজেন্টরা সর্বত্র ঘুরে বেড়ায়।’ তাঁর আহ্বান, তাদের ওপর হামলা চালান এবং যত বেশি সম্ভব শত্রু নিধন করুন।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা গত ডিসেম্বরে বলেছে, গুয়ানতানামো বের মার্কিন বন্দিশিবির থেকে মুক্তি দেওয়ার পর ইয়েমেনভিত্তিক আল-কায়েদার শীর্ষ পদে উঠে আসেন সৌদি নাগরিক শিহরি।
শিহরি বলেন, এ যুদ্ধক্ষেত্রে ইয়েমেনি মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং মুজাহিদদের সমর্থন দিতে হবে। আরব উপদ্বীপের মুসলমানদের প্রতিও তিনি একই আহ্বান জানান।
শিহরি আরও বলেন, ‘আমাদের শেখ ওসামা বলেছেন, আমেরিকা নিরাপত্তার স্বপ্ন দেখতে পারে না, যত দিন না আমরা ফিলিস্তিনে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারব। আমি তাঁর ওই কথার পুনরাবৃত্তি করছি।

No comments

Powered by Blogger.