আদমজী ইপিজেডে ৫১ লাখ ডলার বিনিয়োগ করবে দেশীয় কোম্পানি

বাংলাদেশি কোম্পানি মেসার্স হানজি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় পেপার-বেইজড গার্মেন্টস এক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করবে।
সম্পূর্ণ দেশি এই কোম্পানি ৫০ লাখ ৯৭ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে পেপার-বেইজড গার্মেন্টস পণ্য উত্পাদন ও রপ্তানি করবে। হানজি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে ৪২২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও হানজি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়াজ্জদ্দীন আহমদ এবং হানজি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাহাবউদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এ জেড এম আজিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.