আবার অস্ট্রেলিয়ায় যাবেন মাশরাফি

অস্ট্রেলীয় বিশেষজ্ঞ চিকিত্সক ডেভিড ইয়াংয়ের দেওয়া ডেড লাইন পার হয়ে গেছে গত নভেম্বরে। অথচ বল হাতে এখনো পুুরোপুরি স্বস্তি পাচ্ছেন না। এ অবস্থায় আবারও অস্ট্রেলিয়া যাবেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে ২০ জানুয়ারি থেকে খুলনার হয়ে খেলবেন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচ। চিকিত্সকের কাছে যাওয়ার আগে এই ম্যাচ খেলে নিজেই আরেকবার বুঝে নিতে চান ইনজুরিগ্রস্ত হাঁটুর সর্বশেষ অবস্থা। জাতীয় দলের ফিজিও মাইকেল হেনরি জাতীয় লিগের এই ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছেন মাশরাফিকে।
বিসিবি সূত্রে জানা গেছে, মাশরাফিকে চেকআপের জন্য অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ডেভিড ইয়াংকে দেখাতে আরেকবার অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন তিনি। তবে কাল টেলিফোনে মাশরাফি জানিয়েছেন যাওয়ার আগে জাতীয় লিগে খেলার কথা, ‘জাতীয় লিগের ম্যাচটা খেলে দেখি কেমন লাগে। তবে হয়তো পুরো চাপ নিয়ে খেলব না। প্রতি ইনিংসে ১০-১২ ওভার বল করে দেখব কোনো সমস্যা হয় কি না।’ জানা গেছে, বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে আরেকবার ডেভিড ইয়াংয়ের কাছে যাওয়ার ইচ্ছাটা বোর্ড সভাপতির কাছে মাশরাফি নিজেই প্রকাশ করেছেন। সভাপতিও তাতে সম্মতি দিয়েছেন। তবে মাশরাফির মনে হচ্ছে, জাতীয় লিগের ম্যাচটা সমস্যা ছাড়া খেলতে পারলে হয়তো নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে এমনিতেই খেলতে পারবেন। সে ক্ষেত্রে ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ড থেকেই যাবেন অস্ট্রেলিয়া। আর ইনজুরি নিউজিল্যান্ড সফরেও দলের বাইরে রাখলে মাশরাফি ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন হবেন আগেই।

No comments

Powered by Blogger.