বাংলাদেশের সামনে পাপুয়া নিউগিনি

‘ডি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। পরের রাউন্ডে যাওয়ার জন্য বাংলাদেশের লড়াইটা হবে মূলত এই দুই প্রতিপক্ষের সঙ্গেই। তবে পাপুয়া নিউগিনি গ্রুপের ‘পয়েন্ট ব্যাংক’ হওয়ায় এ ম্যাচটিও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ দলের কাছে। ভোররাত সাড়ে তিনটায় পালমার্সটন নর্থে বাংলাদেশ কী করল, সেটা হয়তো এতক্ষণে জেনে গেছে পাঠকেরা। তবে কালো ঘোড়া (ডার্ক হর্স) হিসেবে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ছিল ম্যাচের নিরঙ্কুশ ফেবারিট।
এদিকে কাল বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ পাকিস্তান বাবর আজমের সেঞ্চুরিতে (১২৯) ৪০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে তোলে ২৯৭ রান। ওয়েস্ট ইন্ডিজ ২৫৭ রানে অলআউট। দিনের অন্য খেলায় ভারত (১২২/২) ৮ উইকেটে আফগানিস্তানকে (১১৮), দক্ষিণ আফ্রিকা (২২০/৫) ৫ উইকেটে আয়ারল্যান্ডকে (২১৬/৬) ও কানাডা (২০১) ১০ রানে জিম্বাবুয়েকে (১৯১) হারিয়েছে।

No comments

Powered by Blogger.