বারলুসকোনির দুর্নীতির বিচার শুরু হয়েছে

ঘুষ দেওয়ার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির বিচার গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
বারলুসকোনির বিরুদ্ধে অভিযোগ, নব্বইয়ের দশকে দুটি মামলায় আদালতে নিজের পক্ষে মিথ্যা বলার জন্য তিনি তাঁর সাবেক আইনজীবীকে ঘুষ দিয়েছিলেন। সাড়ে চার লাখ ইউরো ঘুষ নেওয়ার দায়ে ব্রিটিশ কর আইনজীবী ডেভিড মিলসকে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
বারলুসকোনির আইনজীবী নিক্কোলো জানিয়েছেন, প্রথম দিনের শুনানিতে তাঁর মক্কেল সম্ভবত উপস্থিত থাকবেন না। আগামী মাসে তথ্য-প্রমাণ নিয়ে শুনানিকালে তিনি আদালতে উপস্থিত থাকবেন।
নিজের অপরাধের দায়মুক্তির জন্য একটি আইন করেছিলেন বারলুসকোনি। কিন্তু ইতালির সাংবিধানিক আদালত গত বছর ওই আইনটি বাতিল করে দেওয়ায় তাঁর বিচার শুরু হলো।

No comments

Powered by Blogger.