নতুন ১০ টাকার নোট আসছে বাজারে

নতুন ১০ টাকার নোট বাজারে আসছে। ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ঢাকার মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে নোটটি।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গভর্নর ড. আতিউর রহমানের স্বাক্ষরিত এ নোটের সম্মুখভাগে বাংলাদেশের জাতীয় প্রতীক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও জাতীয় পাখি দোয়েলের প্রতিকৃতি থাকবে। আর পশ্চাত্পৃষ্ঠে থাকবে জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের প্রতিকৃতি। নোটটির পরিমাপ হচ্ছে ১২৩ মি.মি.x৬০ মি.মি.।
নতুন মুদ্রণের এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত নতুন ডিজাইনের নোট বাজারে প্রচলনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

No comments

Powered by Blogger.